চাকরি

আন্দোলনকারীদের ধৈর্য্য ধারণ করার আহবান কাদেরের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট চার সপ্তাহের জন্য উচ্চ আদালতের দেয়া রায় স্থগিত করেছেন। এরই মধ্যে আন্দোলনকারীদের পক্ষের আইনজীবী শুনানী করেছেন। চুড়ান্ত শুনানী শেষে আগস্ট মাসের ১ম সপ্তাহে চুড়ান্ত শুনানীতে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বিষয়টি সুরাহা হবে। তত দিন শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহবান জানান ওবায়দুল কাদের।

তিনি আরো বলেন, আমরা তো কোটা মুক্ত সিদ্ধান্তই নিয়েছিলাম। আমরা সেই অবস্থানেই আছি। এখন আমরা দেশের সর্বোচ্চ আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আশাকরি একটি যৌক্তিক রায়ের মধ্য দিয়ে সমস্যার গ্রহণযোগ্য সমাধান হবে।

কাদের আরো বলেন, আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাথেও আমাদের যোগাযোগ রয়েছে। আশা করি অচিরেই সে সমস্যারও সমাধান হবে।
রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলে।