2 March 2024 , 4:02:53 প্রিন্ট সংস্করণ
মাগুরা প্রতিনিধি।। মাগুরায় – ১০২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শহীদুল ইসলাম(ধনু)-৪৫ নামের মাদক কারবারিকে আটক করেছে মাগুরা সদর থানা পুলিশ।সে মাগুরা সদরের শত্রুজিৎপুর মোল্লাপাড়ার মৃত রফিক মোল্লার পুত্র।গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালীন মাগুরা সদর থানার এস আই কামরুজ্জামান, এএস আই রঘুনাথ বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে ১লা মার্চ সকালে সদর উপজেলার শত্রুজিৎপুর বাজারে কলেজ রোডস্থ স্বাধীন যন্ত্রবিতান এন্ড ইলেক্ট্রিক নামক বন্ধ দোকানের সামনে থেকে-১০২ (একশত দুই) পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারিকে আটক করা হয়। এ ব্যাপারে মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।