সর্বশেষ

মাগুরায় হরতাল চলাকালীন যাত্রীবাহী পরিবহনে ভাংচুর ও অগ্নি সংযোগ

মাগুরা প্রতিনিধি: মাগুরায় বিএনপি আহুত হরতাল চলাকালীন সময়ে ঢাকা-খুলনা মহাসড়কে চলাচলরত বিভিন্ন পরিবহন ও সিএনজিতে হামলা ভাংচুর এবং অগ্নি সংযোগ এর ঘটনা ঘটে। জানাগেছে,, রবিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্মীরা মাগুরা শহরের ঢাকা রোড স্লইসগেট, ভায়নার মোড় বাসস্ট্যান্ড এলাকায় পিকেটিং চালায়। হরতালকারীরা ক্লাসিক সহ একাধিক যাত্রীবাহী পরিবহনে ভাংচুর, ঝিনাইদহ গামী যাত্রীবাহী বাস এক্সক্লুসিভ পরিবহনে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। পুলিশ ও ছাত্রলীগ কর্মীরা হামলাকারীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরবর্তীতে মাগুরা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ করে।এছাড়া বিএনপির সকাল সন্ধ্যা হরতালে মাগুরার ছিল অন্য দিনের মতো। বেশিরভাগ দোকানপাট ছিল খোলা। বিএনপি কর্মীদের দায়ী করে ঘটনার পরে ছাত্রলীগ শহরের বিক্ষোভ মিছিল বের করে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ।

আরও খবর

Sponsered content