ঢাকা বিভাগ

কলাপাড়ায় রেজাউল বিশ্বাস ফুটবল টুর্নামেন্টে ২ নং ওয়ার্ড একাদশ বিজয়ী

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় লালুয়া ইউনিয়নের স্বনামধন্য প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম (রিজু) বিশ্বাসের নামে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। স্থানীয় যুব সমাজের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। রবিবার বিকেল ৪ টায় স্থানীয় মহল্লাপাড়া আবাসন বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টের ২নং ওয়ার্ড একাদশ বনাম ৩ নং ওয়ার্ড একাদশের মধ্যকার খেলায় ১-০ গোলে ২নং ওয়ার্ড একাদশ বিজয়ী হয়েছে। স্থানীয় প্রায় শত শত ফুটবল প্রেমীরা খেলাটি উপভোগ করতে মাঠ প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। টানটান উত্তেজনাপূর্ন এ ম্যাচের প্রথমার্ধের ৩৫ মিনিট পর্যন্ত দুই দলই শুন্য শুন্য গোলে থাকে। তবে, দ্বিতীয়ার্ধে খেলা শেষ হওয়ার মাত্র ৫ মিনিট আগে ১টি গোল দিয়ে বিজয়ী দল এগিয়ে যায়। এ টুর্নামেন্টে ইউনিয়নের মোট ১২ টি দল অংশ গ্রহন করেন। সপ্তাহের সোমবার স্থানীয় হাটের দিন ব্যতীত প্রতিদিন নির্ধারিত সময়ে ১টি করে খেলা অনুষ্ঠিত হবে। পুরো আগষ্ট মাস জুড়ে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা চলমান থাকবে। এ রাউন্ডে প্রতিটি দল অপর ৫ টি দলের সাথে খেলার সুযোগ পাবে। প্রথম রাউন্ডে বিজয়ী দলগুলো ৫ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত কোয়াটার ফাইনালের মুখোমুখি হবে। এরপর ১২ ও ১৩ সেপ্টেম্বর কোয়াটার ফাইনালে বিজয়ীরা সেমি ফাইনাল খেলবে। সেমি ফাইনালের পরে আয়োজক কমিটি তাদের সুবিধামত ফাইনালের তারিখ ঘোষণা করবেন। তবে, আবহাওয়া ও পারিপাশ্বিক দিক বিবেচনায় যে কোন সময় খেলার স্থান, সময় ও দিন পরিবর্তন হতে পারে বলে আয়োজক কমিটি জানান।

লালুয়া ইউপি সদস্য শওকত হোসেন তপন বিশ্বাস বলেন, প্রয়াত ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম (রিজু) বিশ্বাস একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। এছাড়া, তার কর্মের মাধ্যমে ইউনিয়নের প্রতিটি মানুষের মাঝে সে জাগ্রত রয়েছে। তাই, এলকার যুবকরা তার নামে এ ফুটবল টুর্নামেন্টটি ছেড়েছে। আমরা ইউনিয়ন পরিষদ থেকে তাদের যথাসাধ্য সহযোগীতা করছি।

আরও খবর

Sponsered content